শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরনো একাডেমিক ভবনগুলোতে ‘ক্যাপসুল লিফট’ লাগানো হবে। মঙ্গলবার বিকালে উপাচার্যের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কথা বলেন।
তিনি আরও বলেন, একনেকে দ্বিতীয় পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে। ফলে আমাদের অবকাঠামোগত কোন সমস্যা ভবিষ্যতে থাকবে না। পাশাপাশি পুরাতন একাডেমিক ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা যারা শারীরিক অসুস্থতায় ভোগে তাদের কথা চিন্তা করে ‘ক্যাপসুল লিফট’ লাগানো হবে।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/মাহবুব