১০ ডিসেম্বর, ২০১৯ ২০:৪০

ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে প্রধান ফটকে তালা

ইবি প্রতিনিধি

ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে প্রধান ফটকে তালা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তর দাবিতে বিক্ষোভ মিছিল করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার ২টার দিকে প্রায় আধা ঘণ্টা প্রধান ফটকে তালা ঝুলিয়ে গাড়ি আটকে রাখে তারা। এতে দুপুর ২টার বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গন্তব্যে ছেড়ে যেতে পারেনি বাস। 

আর্থিক লেনদেনের বিনিময়ে করা কমিটি বিলুপ্তির দাবিতে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলে নেতৃত্ব দেন সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত। 

সমাবেশে বিদ্রোহী গ্রুপের নেতা তৌকির মাহফুজ মাসুদ অভিযোগ করে বলেন, 'পলাশ-রাকিব অনৈতিকভাবে টাকা দিয়ে কমিটিতে এসেছে। আমরা এ কমিটি মানিনা। কেন্দ্রীয় কমিটির কাছে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানাচ্ছি।' 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ‘ছাত্রলীগ যা দাবি করেছে তা বিশ্ববিদ্যালয়ে সমাধানের বিষয় না। এ দাবিতে গেট আটকানো আমার কাছে যুক্তিক মনে হয়নি।’ 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর