২২ অক্টোবর, ২০২১ ১১:৪৩

বিশ্বমানের গবেষকদের তালিকায় সিআইইউর ড. নাঈম ও ড. রেজাউল

অনলাইন ডেস্ক

বিশ্বমানের গবেষকদের তালিকায় সিআইইউর ড. নাঈম ও ড. রেজাউল

বিশ্বমানের গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) শিক্ষক সিআইইউর বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ রেজাউল করিম। 

সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১'র বিশ্বমানের গবেষকদের তালিকায় উঠে এসেছে চট্টগ্রামের সিআইইউর এই দুই গবেষকের নাম। এছাড়াও বিশ্বমানের গবেষকের তালিকায় মোট ৭ লাখ ৯ হাজার ৬৬৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। এর ভেতর বাংলাদেশ থেকে রয়েছেন ১ হাজার ৭৯৮ জন গবেষক। 

সংস্থাটির ওয়েবসাইট জানায়, র‌্যাঙ্কিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ, প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স। 

এদিকে, বিশ্বমানের গবেষকের তালিকায় সিআইইউর দুই শিক্ষকের নাম উঠে আসায় তাদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর