ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিআরএমসি এমইউএন (মডেল ইউনাইটেড নেশনস) কনফারেন্স-২০২২। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি ১৩ জানুয়ারি অনাড়ম্বরভাবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। তিনি দেশের শিক্ষার্থীদের এ কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশের বৈদেশিক নীতি জেনে বৈশ্বিকভাবে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি বলেন, নতুন প্রজন্ম আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে তারাই হবে দেশের প্রতিনিধিত্বকারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী ও ডিআরএমসি এমইউএন ক্লাবের মডারেটর ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আফজাল হোসেন। আনুষ্ঠানিক বিতর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সার্কভুক্ত দেশসমূহের প্রতিনিধি হিসেবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        