২০ জানুয়ারি, ২০২২ ১৪:১৪

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন, অসুস্থ এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

শাবিপ্রবি প্রতিনিধি

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন, অসুস্থ এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার দুপুর ৩টা থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ হয়ে পড়ায় অনশনে অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর শরীরে আজ বৃহস্পতিবার স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে, কাজল দাস নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজল জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনলজি বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী। আজ সকাল সাড়ে ১১টায় তাকে রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। 

গতকাল বুধরাতে সারারাত রাত প্রচণ্ড শীতের মধ্যে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অনশন করেছেন। এদিকে, উপাচার্যের নিরাপত্তার খাতিরে সেখানে অতিরিক্ত পুলিশও দায়িত্ব পালন করছে।

আজ দুপুর ২টায় এ প্রতিবেদন লেখার সময়ও তারা অনশন চালিয়ে যাচ্ছিলেন। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা পানিও পান করতে চাইছেন না। গতকাল রাতের মতো আজ বৃহস্পতিবারও শিক্ষকরা এসে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ব্যর্থ হয়েছেন। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর