২০ জানুয়ারি, ২০২২ ১৬:৫২

চবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার চবি উপাচার্য এ কমিটি গঠন করে দেন। 

কমিটির আহবায়ক হলেন সহকারী প্রক্টর ড. রামেন্দু পাড়িয়াল, সদস্য সচিব সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম এবং সদস্য হলেন সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক ড. মোরশেদুল আলম ও শাহ আমানত হলের আবাসিক শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভ।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ১৭ জানুয়ারি রাতে ছাত্রদের জড়ো হওয়া ও ১৮ জানুয়ারি দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট জমা দিবে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩ জন আহত হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর