শিরোনাম
২২ জানুয়ারি, ২০২২ ১৭:৫৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান থাকবে সশরীরে পরীক্ষা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান থাকবে সশরীরে পরীক্ষা

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে সকল পরীক্ষা চলমান রয়েছে তা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে চলমান থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

শনিবার অধ্যাপক তাহের বলেন, ইতোমধ্যে যেসকল পরীক্ষার রুটিন হয়েছে তা চলমান থাকবে। ৬ ফেব্রুয়ারির পরের পরীক্ষার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার রাত ৯ টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের এক জরুরি সভায় সরকারি নির্দেশনা মেনে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর