ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বেলুন উড়ানো, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এরপর সকাল সাড়ে ৯টায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন হল, বিভাগ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্ব-স্ব ব্যানারসহ অংশগ্রহণে এক বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে বটতলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ রং-বেরংয়ের কুলা, পাখা, মুখোশ, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। লোকজ ঐতিহ্য একতারা ও লোকজ সংস্কৃতি হাতপাখা দেখা গেছে। সেই সঙ্গে চিরচেনা গ্রামীণ ঐতিহ্য গ্রাম-বাংলার মানুষের প্রকৃত চিত্র তুলে ধরতে কৃষক, বর-বউ, জেলে রূপে সাজ শোভাযাত্রাকে সৌন্দর্যমণ্ডিত করেছে।
এরপর বটমূলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অন্যান্যরা।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বাংলাদেশের এই বাঙালি নববর্ষের সাথে শুধু সংস্কৃতি না, এর সাথে রাজনীতি ও ঐতিহ্যের সম্পর্ক রয়েছে। আজ বিভিন্ন উপজাতির সাথে বাঙালি জাতি তাদের জাতীয় উৎসব পালন করছে। তাদের এই উৎসব ও সংস্কৃতিকে আমি ও আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাধুবাদ জানাই।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ‘ইবি বটমূল’ নামে একটি স্থাপনা করার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এমআই