রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ জটিল রূপ নেওয়ায় ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের প্রতিশ্রুত কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১ জুলাই) হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এ তথ্য জানিয়েছেন।
আনা কেলি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দেশের সামরিক সহায়তা ও সহায়তা কার্যক্রম প্রতিরক্ষা বিভাগের (ডিওডি) পর্যালোচনার পর, আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কোন কোন অস্ত্র বা চালান স্থগিত করা হয়েছে। তবে এতে এয়ার ডিফেন্স মিসাইল ও নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকতে পারে। যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ স্থগিত করায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত কিয়েভের জন্য একটি সম্ভাব্য বড় ধাক্কা হতে পারে।
রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার হ্রাস পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত