প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে ১০টি যুগোপযোগী গবেষণা প্রকল্পকে অর্থায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) এর তত্ত্বাবধানে এই প্রথমবারের মতো রিসার্চ পোর্টালের মাধ্যমে গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হয়। এতে ৪৫টি প্রস্তাবনা জমা পড়ে। যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৩৭টি বাছাই করা হয়। এরপর দেশ এবং বিদেশের সর্বমোট ১১১ জন পর্যালোকের মতামতের ভিত্তিতে ৩৭টি গবেষণা প্রকল্প থেকে ১০টিকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
১৬ এপ্রিল এ অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য ড. সত্য প্রাসাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর চেয়ারম্যান (সচিব) সত্যজিৎ কর্মকার ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ.এস.এফ. রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, "শিক্ষার বিষয়ে বিশেষ আগ্রহ এবং দরদ আছে মাননীয় প্রধানমন্ত্রীর। সুতরাং সরকার, পরিকল্পনা মন্ত্রণালয়, বিইপিআরসি আমরা সবসময় বুয়েটের পাশে থাকবো।" নিজস্ব অর্থায়নে গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ায় বুয়েটের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বুয়েটের সাম্প্রতিক গবেষণা ও উদ্ভাবন সম্পর্কিত কর্মপরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন রাইজ-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত, ইউনিলিভার বাংলাদেশ, ওয়াল্টন, বেক্সিমকো, এনার্জি প্যাক সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বুয়েটের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন পরিদপ্তর, ইনস্টিটিউট এবং সেন্টারের প্রধানগণ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল