আসন্ন পঞ্চম ইনটেনসিভ ট্রেনিং প্রোগ্রাম অন অ্যাপ্লাইড রিসার্চ মেথডলজি’র (আইটিপিএআরএম) আয়োজন উপলক্ষে বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার একটি কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় এটি অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, উপাচার্য, বিইউবিটি, অধ্যাপক মো. আবু সালেহ, উপদেষ্টা, বিইউবিটি, অধ্যাপক ড. মো. আলী নূর, উপ-উপাচার্য, বিইউবিটি, অধ্যাপক ড. আলী আহমেদ, কোষাধ্যক্ষ, বিইউবিটি, সকল ডিন এবং সকল অধ্যাপক।
বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ এতে সভাপতিত্ব করেন। অধ্যাপক ঘোষ উল্লেখ করেন যে, ২০১৫-২০১৮ মেয়াদে বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার চারটি ইনটেনসিভ ট্রেনিং প্রোগ্রাম অন অ্যাপ্লাইড রিসার্চ মেথডলজি সম্পন্ন করে। প্রতিটি আইটিপিএআরএম দুই মাসব্যাপী ছিল। বিইউবিটি এই চারটি ট্রেনিং প্রোগ্রামে ৩৩ লাখের বেশি টাকা বিনিয়োগ করে। দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিতযশা গবেষকরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে সেশন পরিচালনা করেন।
অধ্যাপক ঘোষ আসন্ন পঞ্চম আইটিপিএআরএম-এ বিজ্ঞান, ব্যবসায়, কলা এবং আইনের উপযোগী গবেষণা পদ্ধতি পরিচালনার ওপর অভিমত ব্যক্ত করেন। সকল সদস্য এতে নিজস্ব মতামত পেশ করেন। অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, উপাচার্য, বিইউবিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সস, ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, আইন অনুষদের শিক্ষক দ্বারা গঠিত একটি নতুন পরিচালনা কমিটি ও দুটি উপ-কমিটির প্রস্তাব দেন।
ড. খান বলেন, ভবিষ্যতে আইটিপিএআরএম-এ সকল শিক্ষকদের এটি বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে ট্রেনিং প্রোগ্রাম শেষে নিজ বাছাইকৃত একটি সমস্যার ওপর গবেষণা প্রস্তাব জমা দিতে হবে। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই