ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে রং-তুলিতে আলপনা আঁকা হয়েছে। আলপনায় আঁকা ছবি শিক্ষার্থীদেরকে মুগ্ধ করছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকেও বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা রং-তুলির আঁচড়ে এ সৌন্দর্য ফুটিয়ে তোলে।
বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশ, প্রশাসন ভবন চত্বর, ফুটবল মাঠ সংলগ্ন রাস্তায় আঁকা হয়েছে আলপনা। লাল, সাদা, নীল, হলুদ ইত্যাদি রংয়ের সংমিশ্রণে এ সৌন্দর্য ফুটে ওঠে। এ ছাড়া ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন গাছে রঙ দিয়ে আকর্ষণীয় করাসহ ঝোপঝাড় পরিষ্কার করা হয়।
চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুন্নবী সৌরভ বলেন, ‘ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিভাগের পক্ষ থেকে আমরা আলপনা করেছি। ভর্তিচ্ছুরা এসে ক্যাম্পাসকে সুন্দর দেখে যেন বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়।’
বিডি প্রতিদিন/হিমেল