১৯ আগস্ট, ২০২২ ১৭:৪২

ইবিতে গুচ্ছভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা শনিবার

ইবি প্রতিনিধি

ইবিতে গুচ্ছভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা শনিবার

গুচ্ছভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে দুইটি ভবনে ১ হাজার ৪৮৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বেলা ১২টা হতে ১টা পর্যন্ত পরীক্ষা চলবে ।

শুক্রবার ইউনিট সমন্বয়ক ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠেয় পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ৫১৮৫২৫ রোল থেকে ৫১৯৭৮৩ রোল পর্যন্ত ১ হাজার ২৫৮ জন, রবীন্দ্র-নজরুল কলাভবনে ৫১৯৭৮৪ রোল থেকে ৫২০০১২ রোল পর্যন্ত ২ শত ২৯ জন শিক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষার দিন ক্যাম্পাসে ভ্যান ও মোটরসাইকেলসহ জনসাধারণ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে সঙ্গে পরিচয়পত্র রাখতে হবে। এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর