২৪ নভেম্বর, ২০২২ ২০:৫৭

ইবির চার স্বর্ণ ও দুই রৌপ্য জয়

ইবি প্রতিনিধি:

ইবির চার স্বর্ণ ও দুই রৌপ্য জয়

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শেষ হয়েছে। এ আসরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ২৭ পয়েন্ট পেয়ে তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেছে।১৮ পয়েন্ট অর্জন করে প্রতিযোগিতার সেরা নারী খেলোয়াড়ের পদক পেয়েছেন তামান্না। বুধবার বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, দলের ম্যানেজার প্রফেসর ড. মাহবুবুল আরফিন, দলের ক্যাপ্টেন ইমন, ড. আনোয়ারুল হক স্বপন, ড. বাকী বিল্লাহ, দলের ক্যাপ্টেন সাকিব হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং উপ-পরিচালক আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে হ্যান্ডবল ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩১-২২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইবি। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমন। গত ২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাস্কেটবলে ৭৪-৬২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইবি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর