৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৪

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসে অ্যালামনাই কানেক্ট ওয়ান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসে অ্যালামনাই কানেক্ট ওয়ান অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের আয়োজনে গত ৩ ফেব্রুয়ারি প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই কানেক্ট ওয়ান (Alumni Connect-1) অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির স্কুল অফ বিজনেস থেকে পড়াশোনা শেষ করে সরকারি এবং বেসরকারি খাতে নিজেদের অবস্থানকে দৃঢ় করতে সক্ষম হয়েছেন- এ রকম প্রায় ৩০ জন সাবেক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্কুল অফ বিজনেস এর অডিটরিয়ামে অ্যালামনাই কানেক্ট অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরা ইউনিভার্সিটি সাবেক ও সফল শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা এবং সাফল্য বর্তমানদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটি এ্যাডভাইজার এডমিশন এন্ড প্রমোশন আবিদ আজিজ এবং উত্তরা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের চেয়ারম্যান কাজী তারেক উল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অফ বিজনেস এর ডিন প্রফেসর ড. এএসএম শাহাবুদ্দিন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর