শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘জবফেস্ট’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর আয়োজনে এ কর্মসূচিতে দেশের স্বনামধন্য ২৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে জবফেস্টের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, ক্যারিয়ার ক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ জবফেস্টের প্রথমদিন ২৮টি প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শূন্যপদের জন্য সিভি গ্রহণ করা হয়। আগামীকাল (২ মার্চ) সিভি থেকে বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এ জব ফেস্টে সিলেটের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল