৩ জুন, ২০২৩ ১৭:০১

গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে পারে আগস্টে

অনলাইন ডেস্ক

গুচ্ছের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে পারে আগস্টে

ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম জুলাইয়ের মধ্যে শেষ করে আগস্টে ক্লাস শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

শনিবার গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। অধ্যাপক ইমদাদুল হক বলেন, ‘আমরা সফল ও সুন্দরভাবে এবারের গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ করতে পেরেছি। পরীক্ষার পরপরই ইতোমধ্যে দুইটি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তিন দিনের মধ্যে ‘এ’ ইউনিটের ফলও প্রকাশ করা হবে। জুলাইয়ের মধ্যেই আমরা শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবো। আর আগস্টে ক্লাস শুরু হবে।’

উপাচার্য আরও বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আগে যেসব অসংগতি ছিল, এই বছর তা নেই। এখন পর্যন্ত আমাদের কোনো ঝামেলায় পড়তে হয়নি। সবকিছু সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। আশা করি বাকি কার্যক্রমগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। আগস্টের মধ্যে ক্লাস শুরু করে করোনাকালীন যে সেশনজট সৃষ্টি হয়েছে তা আমরা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর