রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, ক্যাম্পাসের পরিবেশ দেখে এখন মনে হয় না এটি দেশের কোনো প্রথম স্তরের বিশ্ববিদ্যালয়। কেননা এখানে হামলা ছিনতাই নিত্যদিনের ঘটনা। আজ শিক্ষকদের নিরাপত্তার দাবিতে মাঠে নামতে হয়েছে। আমি মনে করি এটি একজন শিক্ষকের উপর হামলা নয় বরং সমস্ত শিক্ষক সমাজের উপর হামলা। অথচ মূল হামলাকারী এখনও ধরা পড়েনি। আগামী তিন দিনের মধ্যে হামলাকারীকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মাহবুবা কানিজ কেয়া, আইন বিভাগের ডিন ও সিন্ডিকেট সদস্য আ. ন. ম. ওয়াহিদ প্রমুখ।
এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই