ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটের পরিবেশ ভালো আছে এবং বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নির্বাচন কমিশন কোনো চাপে নেই। সাইবার বুলিং নিয়ে কাজ করা হচ্ছে এবং অনলাইনে অপপ্রচার শূন্যের কোটায় নামাতে চাই আমরা।
ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে টাস্কফোর্সের প্রধান গোলাম রব্বানী বলেন, অভিযুক্ত পেজগুলোর অ্যাডমিনদের সাথে কথা বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ এখন বন্ধ হয়েছে।
অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ পেজের অ্যাডমিনকে সতর্ক করার পর প্যানেল থেকে বের হয়ে গেছেন এবং তার প্রার্থিতাও বাতিল হয়েছে বলেও জানান তিনি।
গোলাম রব্বানী আরও বলেন, অভিযুক্ত পেজগুলোর অ্যাডমিনদের সতর্ক করা হচ্ছে আরও দুই দিন আছে, কথা না শুনলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ