নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগ স্পেনের ইউনিভার্সিটি অব আলকালার সহযোগিতায় সম্প্রতি একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানের শিরোনাম ছিল— ‘Parallel Universes in Superhero Comics: An Interdisciplinary Approach’। এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, গবেষকসহ অনেক কমিকসপ্রেমী অংশ নেন।
ওয়েবিনারের উদ্বোধনে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য লাবিবা আবদুল্লাহ বলেন, নর্দান বিশ্ববিদ্যালয়ের জন্য এটি এক নতুন দিগন্ত। স্পেনের সঙ্গে এই সহযোগিতা আন্তর্জাতিক একাডেমিক কার্যক্রমকে নতুন মাত্রা দেবে।
মূল বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব আলকালার অধ্যাপক ফ্রান্সিসকো সাএজ দে আদানা। তিনি দীর্ঘদিন ধরে কমিকস স্টাডিজ ও জনপ্রিয় সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন। বক্তৃতায় তিনি Detective Comics, Captain America Comics এবং Flash Comics থেকে উদাহরণ তুলে ধরে বলেন, সুপারহিরো গল্পগুলো সমাজের ভয়, আশা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। তিনি মাল্টিভার্স (সমান্তরাল জগত) ধারণার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, প্রতিটি সিদ্ধান্তের ভিন্ন ভিন্ন বাস্তবতা তৈরি হতে পারে।
অধ্যাপক আদানা আরও বলেন, সুপারহিরো কমিকস শুধু বিনোদন নয়, এটি বিজ্ঞান ও মানবিক বিদ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। এ প্রসঙ্গে তিনি সি.পি. স্নোর ‘টু কালচারস’ তত্ত্ব উল্লেখ করে বলেন, কমিকস এমন একটি ক্ষেত্র যেখানে বিজ্ঞান ও সাহিত্য একসাথে কাজ করে। শেষাংশে তিনি অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।
মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল বলেন, শিক্ষার্থীরা এ ওয়েবিনারের মাধ্যমে আন্তর্জাতিক মানের আলোচনায় যুক্ত হওয়ার বিরল সুযোগ পেয়েছে।
ধন্যবাদ জ্ঞাপনে ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শিহাব উদ্দিন আহমেদ বক্তা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।