মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’। শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংগঠনটি।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি মমিনুর রশীদ শুভ। তিনি জানান, শিক্ষাবৃত্তি কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে ৫জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. রতন ইসলাম (২য় স্থান অর্জনকারী, বি ইউনিট) ও ওয়াসিফ জামাল সিদ্দিক (৫ম স্থান অর্জনকারী, এ ইউনিট)।
এ সময় বৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস ফর জস্টিস এর উপদেষ্টা এফইটি বিভাগের অধ্যাপক ইফতেখার আহমেদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাজিক মিয়া, বনফুল সিলেটের ডিজিএম জামশেদ উদ্দীন, সংগঠনের সভাপতি মো. মমিনুর রশীদ শুভ ও সাধারণ সম্পাদক মো. শরীফ মাহমুদ।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মমিনুর রশীদ শুভ বলেন, ‘মেধা এবং আর্থিক অবস্থার ওপর ভিত্তি করে এই বৃত্তি প্রদান করা হয়। ভবিষ্যতে শাবিপ্রবির সকল বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে পারবো বলে আমরা আশাবাদী।’
বিডি প্রতিদিন/জামশেদ