কুমিল্লা অঞ্চলের মানুষের আর চট্টগ্রাম বা গাজীপুর গিয়ে কাগজপত্র আনতে হবে না বা পরীক্ষা খাতা জমা দিতে হবে না। এবার তারা কুমিল্লায় বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এই সুবিধা দিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, “কুমিল্লায় এই আঞ্চলিক কেন্দ্র আমাদের অনেক আগে করা উচিত ছিল। এখানে শিক্ষার্থীরা পরীক্ষা খাতা, এডমিশন টেস্ট খাতা এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারবেন।”
উদ্বোধনী সভা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আল মিঠু।
ড. এ এস এম আমানুল্লাহ আরও বলেন, “কুমিল্লা অঞ্চলের সংস্কৃতি, মানুষ এবং ইতিহাস নিয়ে গবেষণা হতে পারে। ভিক্টোরিয়া সরকারি কলেজে ল্যাংগুয়েজ ক্লাব স্থাপন করা হবে, যেখানে জাপানি, কোরিয়ান, ইংরেজি ও আরবি ভাষা শেখানো হবে। এটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবে।”
উদ্বোধনের পর কুমিল্লা হাউজিং এস্টেট এলাকায় কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক