ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এসময় বলেন, জুলাই অভ্যুত্থানে সাম্য একজন সম্মুখসারির যোদ্ধা ছিল। স্বৈরাচার হঠাতে তার ভূমিকা অসামান্য। অথচ তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। এখন বিষয়টাকে ভিন্নভাবে প্রভাবিত করার পাঁয়তারা চলছে। অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোন সন্ত্রাসী সংগঠন থাকবে না। কোন হত্যাকারীর ঠাঁই হবে না, আমরা ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে রাজপথে থেকেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠে একজন ছাত্রের মৃত্যু বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত। অবিলম্বে অপরাধীদের শাস্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তিনি।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত