ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ণদিবস ধর্মঘট পালন করেছে ছাত্রদল ও বামপন্থি কয়েকটি সংগঠন। ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা একাধিক একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, রেজিস্ট্রার ভবন, আধুনিক ভাষা ইনস্টিটিউট ও সেন্ট্রাল লাইব্রেরির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তমঞ্চ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাস-পরীক্ষা স্থগিত রেখে শোক ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে এই অর্ধদিবস কর্মসূচিকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ঢাবি শাখা ছাত্রদল, বিপ্লবী ছাত্রমৈত্রী ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কয়েকজন নেতা পূর্ণদিবস ধর্মঘট ও শোক পালন করে।
ধর্মঘটের পাশাপাশি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে কালো ব্যাজ ধারণ করে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল।
এই কর্মসূচিতে ঢাবি ছাত্রদল ছাড়াও ছাত্রদলের কেন্দ্র, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে সাম্য নিহতসহ ক্যাম্পাসে একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ বৃহস্পতিবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে উপাচার্য নিয়াজ আহমদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করা হয়।
বিডি প্রতিদিন/আশিক