ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া আয়োজিত হবে।
বৃহস্পতিবার (১৫ মে) ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ওয়াসী তামী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যের রুহের মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল আগামীকাল শুক্রবার বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন