দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হবে।
এতে দল-মত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে গ্রাসরুটস’র নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র।
রবিবার পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি আরও বলেন, ৫ জন এক জায়গায় মিলিত হয়ে হলেও প্রতিবাদ শুরু হোক। মনে রাখবেন এই উদ্যোগ নিজে নিতে হবে। ১ টি মোম ও কয়েকটা মিনিট শুরু করতে পারে ব্যাপক আন্দোলনের। নিজের মা, বোন, কন্যা ও প্রিয় নারীটির সুরক্ষার কথা চিন্তা করেই কর্মসূচী পালন করুন নিজ উদ্যোগে এবং ছবিসহ তা প্রকাশ করুন সোশ্যাল মিডিয়ায়। ভবিষ্যতে ব্যাপক গণআন্দোলনের ভিত্তি গঠন করুন।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৮/ফারজানা