লুন্ঠিত মোবাইলফোনসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। তারা হল ওসমানী নগর উপজেলার জায়ফরপুর গ্রামের সাদিক গজনভীর ছেলে রাজু গজনভী (২১) ও একই উপজেলার কালনীচর গ্রামের সুহেল মিয়ার স্ত্রী ডাকাত দলের মহিলা সদস্য সেলিনা (২৫)।
আজ ভোর রাতে মৌলভীবাজার জেলার রাজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত দু’টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গত বছরের মে মাসে কোনারাই গ্রামে ডাকাতিকালে লুট হওয়া মোবাইল গ্রেফতারকৃতদের কাছে পাওয়া গেছে। তারা ওই ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে। বলেছে তাদের সহযোগীদের নামও। বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার