সিলেটের জৈন্তাপুর উপজেলার চাঙ্গীল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বিলাল আহমদ(৩৫)নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত বিলাল আহমদ একজন ট্রাকচালক বলে জানা গেছে।
সোমবার সকাল ১১টার দিকে সিলেটে-তামাবিল সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার দুই নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খাঁন মো. ময়নুল জাকির জানান, সকালে জাফলং থেকে ছেড়ে আসা একটি ট্রাক(ঢাকা-মেট্টো-ট-২০-০৫৫৩)রড়বোঝাই একটি রিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পথচারী বিলালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জনতার সহায়তায় ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর