সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর এক ট্রাক চালকের। তার নাম বিলাল উদ্দিন (৩৫)। তিনি জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের মোহন মিয়ার পুত্র।এলাকায় বিলাল ড্রাইভার নামেই পরিচিত। সোমবার বেলা সকাল ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাফলং থেকে ছেড়ে আসা একটি ট্রাক উপজেলার চাঙ্গীল বাজার সীমান্ত ফাঁড়ির সামনে সামনে রড বোঝাই একটি রিকশাকে ধাক্কা দেয়। এসময় রিকশা আরোহী বিলাল ড্রাইভার ছিটকে পড়ে ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে৷ ঘটনার পর পরই স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে৷
এ দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মো. ময়নুল জাকির৷ তিনি এলাকার গণ্যমান্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন৷
তিনি দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৮/মাহবুব