সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় বিলাল উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল ১১টায় উপজেলার চাঙ্গীলবাজার এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিলাল উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের মোহন মিয়ার ছেলে। তিনি নিজেও একজন ট্রাকচালক।
জানা যায়, জাফলং থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৫৫৩) চাঙ্গীলবাজার এলাকায় একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় রিকশারোহী বিলাল ছিটকে গিয়ে ট্রাকের তলায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করেন।
জৈন্তাপুর থানার ওসি ময়নুল জাকির জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার