সিলেট থেকে অপহৃত এক কিশোরীকে মৌলভীবাজার জেলার বড়লেখার বোবারতলা গ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। একই সাথে আটক করা হয়েছে অপহরণকারী যুবককেও। গত রবিবার দিবাগত রাত ৮টার দিকে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত কিশোরী সিনথিয়া জান্নাত সামিয়া (১৩) সিলেটের বিমানবন্দর থানা এলাকার নুরুল ইসলামের মেয়ে। অপহরণকারী আব্দুল জব্বার (২৬) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারতলা গ্রামের আব্দুস সালামের ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান আজ জানান, গত ৬ এপ্রিল বিমানবন্দর থানা এলাকা থেকে সামিয়াকে অপহরণ করেন আব্দুল জব্বার। পরে সামিয়ার চাচাতো ভাই রিপনের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন জব্বার। এর প্রেক্ষিতে থানায় জিডি করেন সামিয়ার বাবা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব বড়লেখায় অভিযান চালিয়ে সামিয়াকে উদ্ধার এবং অপহরণকারী জব্বারকে আটক করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার