হবিগঞ্জের লাখাই উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার নাম বিষ্ণু দাশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ভাদিকাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাদিকাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
বিষ্ণু দাশ উপজেলার মুড়াকরি গ্রামের ধীরেন্দ্র দাশের ছেলে।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/ওয়াসিফ