সিলেট নগরীর কাজীটুলা এলাকা থেকে জাল নোটসহ এক যুবককে আটক করা হয়েছে। পাভেল হোসেন (৩২) নামের ওই যুবকের কাছ থেকে পাঁচ শ’ টাকার দশটি জাল নোট জব্দ করা হয়েছে।
পাভেল সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের আজমতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বুধবার বেলা ২টার দিকে তাকে আটক করা হয়।
নগরীর ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দিলওয়ার হোসেন সজীব জানান, পাভেল হোসেন কাজীটুলা এলাকায় মোবাইল কিনতে আসেন। তার কাছে জাল নোট পাওয়ায় স্থানীয়রা তাকে কাউন্সিলর অফিসে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ পাভেলকে আটক করে নিয়ে যায়।
নগরীর কোতোয়ালী থানার এসআই বাহার উদ্দিন জানান, পাভেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন