সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশি মুদ্রামানে এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকাসহ জফর উদ্দিন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে দুবাইগামী ওই যাত্রীকে আটক করে ওসমানী বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দারা। তার কাছ থেকে বিপুল পরিমাণ পাউন্ড, দিরহাম এবং রিয়াল জব্দ করা হয়েছে। জফর উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ জাঙ্গাইলের নুরুজ্জামানের ছেলে।
ওসমানী বিমানবন্দর শুল্ক গোয়েন্দার সহকারি কমিশনার মোহাম্মদ আলী বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জফর উদ্দিনের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ব্রিটিশ পাউন্ড, দুবাইয়ের দিরহাম এবং সৌদি রিয়াল জব্দ করা হয়েছে। তার লাগেজে কচুর লতি, কাঁচা পানের মধ্যে লুকিয়ে এসব মুদ্রা পাচার করা হচ্ছিল। জব্দকৃত মুদ্রার পরিমাণ বাংলাদেশি টাকায় এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।’
তিনি আরো বলেন, ‘জফর উদ্দিন দুবাইয়ের যাত্রী ছিলেন। তিনি ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইট এফ জেড ৫৯৬ এর যাত্রী ছিলেন।’ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন