হবিগঞ্জে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ সদর উপজেলা কমান্ডের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান।
আরও বক্তব্য দেন হবিগঞ্জ সদর উপজেলা কমান্ডার আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা সন্তান প্রাতিষ্ঠানিক কমান্ডের সদস্য সচিব শাহ জয়নাল আবেদীন রাসেল, মুক্তিযোদ্ধা মিয়া মো. ইলিয়াছ, গৌর প্রসাদ রায়, শফিকুর রহমান, সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি সদস্য সচিব নুরুল হক টিপু, গউছ উদ্দিন চৌধুরী, প্রভাষক পারভেজ আহমেদ, পংকজ প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অভিভাবক। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার করবেন না। তারা প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন মেনে নেবেন।
সমাবেশ শেষে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহদুল কবীর মুরাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৮/ফারজানা