সিলেটের বিশ্বনাথে উত্ত্যক্তর দায়ে আনছার আলী (৩০) নামে এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ নোয়াগাঁও গ্রামের মৃত মকদ্দুছ আলীর ছেলে। আজ বৃহষ্পতিবার বেলা ২টায় শহরের নতুন বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা-তুজ জোহরার নেতৃত্বে পরিচালিত আদালত তাকে এই কারাদন্ড প্রদান করেন।
সূত্র জানায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের চড়চন্ডি গ্রামের ত্রিশোর্ধ্ব পাঁচ সন্তানের জননীকে বেশ কয়েকদিন যাবৎ ফোনে এবং রাস্তা-ঘাটে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল বখাটে আনছার আলী। ওই মহিলা বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানালে তারা আনছার আলীকে পাকড়াও করতে ফাঁদ পেতে রাখে। আজ পুলিশের কথামতো ওই মহিলার ফোন পেয়ে উপজেলা শহরে আসে আনছার আলী। এসেই আটকা পড়ে পুলিশের জালে। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তোজ জোহরা বলেন, উত্ত্যক্তর দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার