হবিগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তপন চন্দ্র দেব (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পইল তালুকদার মার্কেট অভিষেক ইঞ্জিনারীং ওয়ার্কশপ দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হলেন- তপন চন্দ্র দেব পইল (দেবপাড়া) গ্রামের রবিন্দ্র চন্দ্র দেবের ছেলে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তপন চন্দ্র দেব পইল তালুকদার মার্কেটে ওয়ার্কশপের ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাত দোকানে গিয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকালে স্থানীয় লোকজন দেখতে পান তপনের দোকানের সার্টার খোলা। ভিতরে তার লাশ পড়ে রয়েছে। এ খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন দোকানে গিয়ে নিশ্চিত হয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিছুল হকের নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে নিহতের বড় ভাই স্বপন চন্দ্র দেব জানান, দোকানে সার্টার খোলা ও মালামাল এলোমেল অবস্থায় পাওয়া গেছে। তিনি ধারণা করছেন দুর্বৃত্তরা চুরি করতে এসে তার ভাইকে হত্যা করেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব