সিলেট নগরীর কাজলশাহ এলাকার একটি পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি পাওয়া যায়। মুক্তিযুদ্ধের সময়কার গ্রেনেড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ গ্রেনেডটি উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার কাজলশাহ এলাকার সরকারি পুকুরটি সেঁচা হচ্ছিল। এসময় গ্রেনেডটি পাওয়া যায়। পরে স্থানীয় কাউন্সিলর অামজাদ হোসেন অাবজাদ বিষয়টি পুলিশকে অবগত করেন। এরপর বিকেলে ৪টার দিকে সেটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/আরাফাত