‘কন্যা, জায়া, জননী, চায় ধর্ষক মুক্ত ধরণী’- এই স্লোগানে ধর্ষণবিরোধী সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রবিবার কর্মসূচির শেষ দিনে বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। এর আগে তারা নগরীর রিকাবীবাজার মুক্তমঞ্চ থেকে মিছিল বের করে শহীদ মিনারে আসে।
কর্মসূচি থেকে ধর্ষণের শাস্তি ফাঁসির আইন করার দাবি জানানো হয়। এর আগে একই দাবিতে তারা গেল এক সপ্তাহ ধরে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্ণা ব্যানার্জ্জি, বাপ্পী মজুমদার, ফারহিন জাহান নোভা, লুবনা সুলতানা, আনোয়ারুল ইসলাম রিয়াজ, নুজহাত ইসলাম রিয়া, ইমদাদুল হক মিলন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার