‘জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বিনির্মাণে সর্বস্তরে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রচলন’- এই স্লোগানকে প্রতিপাদ্য করে সিলেটে অনুষ্ঠিত হয়েছে রাজস্ব হালখাতা ও বৈশাখী উৎসব-১৪২৫। এই উৎসবে করদাতাদের ব্যাপক সাড়াও পেয়েছে কর অফিস।
রবিবার সকাল থেকে নগরীর হাউজিং এস্টেট এলাকার নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এই উৎসবের উদ্বোধন করেন আঞ্চলিক কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন।একদিনের এই উৎসবে রবিবার ৭৪২ ব্যক্তির কাছ থেকে ৮ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৭৩৩ টাকা কর আদায় করা হয়।
এদিকে, উৎসবে করদাতাদের বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি ও মুড়ি-মুড়কি দিয়ে আপ্যায়ন করা হয়। প্রত্যেক করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উপহার দেওয়া হয় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী' ও ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ।
হালখাতা উপলক্ষে দিনভর ধামাইল ও বাউল সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন জানান, উৎসবের আমেজে রাজস্ব সংস্কৃতি বিকাশের মাধ্যমে করদাতাদের উদ্ধুব্ধ করাই এমন আয়োজনের উদ্দেশ্য।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৮/মাহবুব