সিলেট নগরের মধুশহীদ এলাকায় মাসুদ আহমদ নামে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার রাতে ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মাসুদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাসুদ মধুশহীদ এলাকার বাসিন্দা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক স্বজনকে নিয়ে ক্রিসেন্ট মেডিকেল সার্ভিসে প্যাথলজি পরীক্ষা করানোর যান মাসুদ আহমদ। সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি হয় মাসুদের। এর এক পর্যায়ে ক্রিসেন্টের ম্যানেজার ইফতেহাজ আহমদ ইফতিসহ অন্যরা মাসুদকে মারধর ও ছুরিকাঘাত করেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগরের কোতোয়ালি থানার নিয়ন্ত্রণাধীন লামাবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহীন আহমদ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/হিমেল