মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম সরুফ মিয়া, বয়স ৪৫ বছর। সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার সাদির বাজার এলাকায় ঢাকা-সিলেট হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সরুফ মিয়া সকালে সাদির বাজারের সামনে দিয়ে বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হওয়ায় সরুফ মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরুফ মিয়া উপজেলার সিন্দুরখাল ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মৃত মনাই মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/ওয়াসিফ