সারা দেশের ন্যায় সিলেটে টানা কয়েকদিনের তাপদাহের পর নেমেছে বৃষ্টি। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছিল মানুষ। শনিবার দুপুরে সিলেটের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। তবে সিলেট আবহাওয়া অফিস শনিবার থেকে বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এবং পরিমাণ খুব বেশি না হলেও হবে বলেই জানিয়েছিল।
টানা ২/৩ দিনের তাপদাহে দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের মানুষও কষ্টে ভুগেছিলেন। ঘরে-বাইরে, কেউ শান্তিতে ছিলেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তিও ছিল। তাপদাহ দীর্ঘায়িত হতে পারে এমন সংবাদে তাই আতঙ্কিত ছিলেন অভিভাবকরা। বয়স্করাও এ দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটেছেন। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের ভোগান্তি ছিল চরমে।
সিলেট আবহাওয়া অফিসের আবাহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, শনিবার বেলা ১২টায় সিলেট ও আশপাশ এলাকায় বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বৃষ্টিপাত হয় ১২ দশমিক ০২ মিলি মিটার।
আবাহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী, শুক্রবার সিলেট ও আশপাশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫ দশমিক ৮ ডিগ্রি।
সিলেট বিভাগের জন্য স্বস্তির সংবাদও। আজ থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে হাল্কা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২/৩ দিনেও আবহাওয়া তেমনই থাকতে পারে বলেও জানালেন তিনি।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৯/আরাফাত