সিলেট নগরীর কাজিরবাজারে সুরমাপাড়ে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত রয়েছে। সোমবারও সুরমাপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। অভিযানকালে বেশ কয়েকটি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
এর আগে গত রবিবার অভিযান চালিয়ে কাজিরবাজার খেয়াঘাট ও মাছবাজার এলাকার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছি।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল জানান, বারবার নোটিশ দেয়ার পরও সরিয়ে না নেয়ায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম