সিলেটে পৃথক অভিযান চালিয়ে ২৭ জুয়াড়িকে আটক করেছে র্যাব ও পুলিশ। নগরীর সোবহানীঘাট, রেলওয়ে স্টেশন ও জালালাবাদ থানার দিঘিরপাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সোমবার বেলা আড়াইটার দিকে জালালাবাদ থানার দিঘিরপাড় এলাকা থেকে ১০ জুয়াড়িকে আটক করে পুলিশ। এছাড়া গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের একটি ঘরের ভেতর থেকে জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করে র্যাব। রাত পৌনে ১২টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকার একটি দোকান থেকে র্যাব অভিযান চালিয়ে আরও ৯ জুয়াড়িকে আটক করে।
সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার