সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মোটরঘাট (রাতারগুল সোয়াম্প ফরেষ্ট ঘাট) দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ ৩৩ জনকে আসামি করে মামলা করেছে।
বুধবার বিমানবন্দর থানায় সদর উপজেলার পুয়াইনখাটা গ্রামের আব্দুন নূর বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন বলেন, খেয়াঘাট নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩৩ জনকে আসামি করে মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, দায়েরকৃত মামলায় হামলা, লুটপাট ও চুরির অভিযোগ আনা হয়।
মামলায় প্রধান আসামি করা হয় নয়াসড়ক এলাকার আফতাব মিয়া, সদর উপজেলার খাদিম নগরের ফরিদ উদ্দিন, কছির, মঈন মিয়া, নরেন্দ্র কুমার মহাপাত্র, গোয়াইনঘাটের চলিতাবাড়ির এরশাদ, হারিছ আলী, জাহাঙ্গীর, গিয়াস উদ্দিন, আসাদ মিয়াসহ ৩৩ জন।
বিডি প্রতিদিন/আরাফাত