সিলেট নগরীতে রাতের আঁধারে পোস্টারিং করেছে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠান আহ্বান জানিয়ে এ পোস্টারিং করে তারা। গতকাল বুধবার দিবাগত রাতে তারা পোস্টারিং করে।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর লোহারপাড়া, আম্বরখানা ও কাজিটুলা এলাকার বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টারগুলো দেখতে পাওয়া যায়। হিযবুত তাহরীর উলাইয়া বাংলাদেশ কর্তৃক ছাপানো পোস্টারে লিখা ছিল, ‘বিশ্বের একশ শহর থেকে মুসলিম উম্মাহ’র প্রতি হিযবুত তাহরীর আহ্বান: খিলাফত প্রতিষ্ঠা করুন’।
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর পোস্টারিং করলেও বিষয়টি জানে না পুলিশ। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের।
বিডি প্রতিদিন/আবু জাফর