সিলেটে কিশোরীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন এক দিনমজুর যুবক। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, প্রেমে প্রত্যাখ্যান হয়ে ওই যুবক কিশোরীটিকে খুন করেছেন।
অভিযুক্ত নাজিম উদ্দিন (২৩) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ-বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, খুন হওয়া নাজমিন আক্তারকে শিশু অবস্থায় এনে লালন-পালন করছিলেন বালিঙ্গা গ্রামের শামসুল হক চৌধুরী। শামসুল হক চৌধুরীর বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন অভিযুক্ত যুবক। মঙ্গলবার দুপুরে বাড়িতে বসে নাজমিন টেলিভিশন দেখছিলেন। তখন ওই যুবক পেছন থেকে ঝাপটে ধরে নাজমিনের গলায় দা দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। হত্যাকাণ্ডের পর থেকে যুবক পলাতক রয়েছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘাতককে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ