প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কটূক্তি ও অশালীন বক্তব্যের জের ধরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের সিলেটস্থ বাসায় হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে এমএ মালেকের দক্ষিণ সুরমা তেতলিস্থ বাসায় এ হামলা চালায় ছাত্রলীগ।
আজ বুধবার সকালে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এমএ মালেকের তেতলিস্থ বাসায় গিয়ে হামলা চালান। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা হামলা ও ভাঙচুর চালান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বিক্ষুব্ধ হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল রাতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। এনিয়ে সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর