সিলেট নগরীতে কিশোরী ধর্ষণ মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) হোসাইন আহমদ নামের ওই কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চলতি বছরের ১৫ জানুয়ারি নগরীর শাহীঈদগাহে বসতঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করে হোসাইন আহমদ নামের এক কিশোর। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হলে হোসাইন গা ঢাকা দেয়। গতকাল বুধবার (২ জুন) রাতে পুলিশ শাহীঈদগাহ থেকে হোসাইনকে গ্রেফতার করে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায়।
বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির জানান, কিশোরী ধর্ষণ মামলার আসামি হোসাইনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত